ফেসবুকের ভারত সমস্যা

সাউথ এশিয়া ব্রিফে স্বাগত। এই নিউজলেটার আপনাকে বিশ্বের এক-চতুর্থাংশ জনসংখ্যা অধ্যুষিত অঞ্চলটি সম্পর্কে আপ-টু-ডেট রাখবে।
এই সপ্তাহে থাকছে: ভারতের সঙ্কটে পড়েছে ফেসবুক, দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা ৩.৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং আবারো ঝুলে গেছে আফগানিস্তানের শান্তি আলোচনা।
মুসলমানদের বিরুদ্ধে দাঙ্গায় উষ্কানীদাতা ও ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত এক রাজনীতিকে বিরুদ্ধে ফেসবুক ঘৃণামূলক বক্তব্যের আইন প্রয়োগ করেনি বলে ওয়াল স্ট্রিট জার্নালে খবর প্রকাশের পর ভারতের কংগ্রেস পার্টি সামাজিক গণমাধ্যমটির বিরুদ্ধে তদন্তের ডাক দিয়েছে।
নিউলি পুর্নেল ও জেফ হরউইজের রিপোর্টটি ১৪ আগস্ট ছাপা হয়। এতে দেখানো হয় কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য টি রাজা সিং তার ব্যক্তিগত ফেসবুক পেজ ব্যবহার করে রোহিঙ্গা অভিবাসীদের গুলি করে হত্যা ও মসাজিদগুলো মাটিতে মিশিয়ে ফেলতে অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন। গত মার্চে ফেসবুকের নিজস্ব তদারকরা পেজটিকে বিপজ্জনক হিসেবে অভিহিত করেন এবং সিংকে ফেসবুকে নিষিদ্ধ করতে সুপারিশ করে।
কিন্তু ভারতে কোম্পানির শীর্ষ পাবলিক পলিসি নির্বাহী আঁখি দাস সিংয়ের বিরুদ্ধে কোম্পানির ঘৃণামূলক বক্তব্য নীতি প্রয়োগের বিরোধিতা করেন কারণ এটা ভারতে ফেসবুকের ব্যবসার ক্ষতি করবে। ফেসবুক ও ইন্সটাগ্রামে সিংয়ের একাউন্ট বহাল তবিয়তে রয়েছে।
রাজনৈতিক প্রভাব। এই ইস্যু নিয়ে ভারতে বিস্ফোরণ ঘটেছে। বিরোধী দল কংগ্রেস ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের কাছে এই অভিযোগের তদন্ত দাবি করে চিঠি লিখেছে এবং ভারতে ফেসবুকের ব্যবস্থাপনা টিম বদলে ফেলার দাবি জানিয়েছে। অন্যদিকে বিজেপি’র প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা ভারতের একটি পত্রিকাকে বলেছেন, ফেসবুক বিজেপি’র প্রতি পক্ষপাতিত্ব করছে এমন দাবি তোলা হাস্যকর।
এখন ফেসবুকের নিজস্ব কর্মীরাই কথা বলতে শুরু করেছে। ফেসবুকের ১১ জন ভারতীয় স্টাফ কোম্পানির নেতৃত্বের কাছে এক খোলা চিঠিতে তাদের নীতি আরো সুসঙ্গতভাবে প্রয়োগের আবেদন জানান। তারা লিখেন, জার্নালে যা ছাপা হয়েছে তাতে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। তাতে বলা হয়, ফেসবুকের মুসলিম সম্প্রদায় ফেসবুকের নেতৃত্বের কাছ থেকে এ ব্যাপারে বক্তব্য শুনতে চায়।
এদিকে, দাস ফেসবুক ও টুইটারের মাধ্যমে জীবননাশের হুমকি পাওয়ায় পুলিশ প্রটেকশন চেয়েছেন বলে জানা গেছে।
এরপর কি? এই ইস্যু সহজে মিটবে না। আগামী মাসে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই ধরে নেয়া যায় যে তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির প্রধান শশি থারুরের মতো লোকজন আরো তদন্ত দাবি করবেন। দিল্লীর আম আদমি পার্টির সরকার তার ‘শান্তি ও সংহতি কমিটি’র সামনে ফেববুকের সিনিয়র ব্যবস্থাপকদের তলব করেছে। গত ফেব্রুয়ারিতে রাজধানীতে প্রাণঘাতী দাঙ্গা হওয়ার পর এই কমিটি গঠন করা হয়।
উভয় ব্যবস্থাই ফেসবুকের জন্য আরো বিব্রতকর সংবাদ কভারেজ তৈরি করবে। তারা বিজেপিকে অবৈধ সুবিধা দিচ্ছে কিনা সে ব্যাপার নজরদারি আরো তীক্ষ্ণ হবে।
ফেসবুকও ভয় পাবে না। ব্যবহারকারির দিক দিয়ে ভারত তাদের সবচেয়ে বড় বাজার-রাজস্বের সম্ভাব্য বড় উৎস। কোম্পানির গভীর রাজনৈতিক যোগাযোগও রয়েছে। দাস ও অন্যান্য শীর্ষ নির্বাহীদের মাধ্যমে এই লবিং করে তারা। মোদির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত করেছেন জুকারবার্গ। তার কোম্পানি ভারতীয় বিলিয়নিয়ার মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও-তে ৫.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন। দিল্লীর মার্কামারা রাজনৈতিক করিডোরে উঁকি দেয়ার মতো পরোক্ষ প্রবেশ সুবিধা ইতোমধ্যে পেয়ে গেছে ফেসবুক।
অনুসরণ করা হচ্ছে
করোনাভাইরাস আপডেট। বৃহস্পতিবার ভারতে নতুন করোনা রোগী ধরা পড়েছে ৬৯,৬৫২ জন। মারা গেছে ৯৭৭ জন। দেশটি এখন প্রতিদিন ৯০০,০০০-এর বেশি রোগী পরীক্ষা করছে এবং বিশ্বের সবচেয়ে বেশি পজিটিভ পাওয়া যাচ্ছে এখানে। একটি বেসরকরি লেবরেটরির প্রধান বলেন, প্রতি চারজনে একজন ভারতীয় আক্রান্ত হতে পারে। এর মানে হলো, যে হারে ভাইরাসের বিস্তার ঘটছে তা অনুসরণ করার মতো পর্যাপ্ত টেস্ট হচ্ছে না। বিশ্বের যে গুটিকতক দেশে ভাইরাস আক্রান্তের সূচক উঠতির দিকে ভারত সেগুলোর একটি।
এদিকে, প্রতিবেশী নেপালে নতুন কিছু আক্রান্ত পাওয়া গেছে। ফলে লকডাউন শিথিলের কিছু কিছু বিধান আবার আরোপ করা হয়েছে। কাঠমান্ডুতে যানচলাচল ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানে নতুন আক্রান্ত কম হওয়া নিয়ে এর আগে আমি আমার বিস্ময়ের কথা বলেছি। সেই প্রবণতা এখনো রয়েছে। এর কারণ হতে পারে সবচেয়ে আক্রান্ত ২০টি দেশের মধ্যে এই দেশগুলোতে পরীক্ষণের হার সবচেয়ে কম।
আফগান শান্তি আলোচনা। আফগানিস্তানের সরকার শেষ ৩২০ জন তালেবান বন্দির মুক্তি স্থগিত করেছে। এদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছিলো লয়া জির্গা। সরকারের মুখপাত্র সেদিক সিদ্দিকী বার্তা সংস্থা এপিকে বলেন, আমরা যদি এসব লোকের সবাইকে মুক্তি দেই তাহলে তালেবান আমাদের বন্দিদের মুক্তি দেবে না। তাদের সংখ্যা খুব কম। কাবুলের এই ঘোষণা আবারো নির্বাচিত সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া বিলম্বিত করে দিলো।
মনোনয়ন গ্রহণ করেছেন কমলা। বুধবার যুক্তরাষ্ট্রের ডেমক্রেটিক দল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করেছেন সিনেটর কমলা হ্যারিস। এই পদে তিনিই প্রথম ব্লাক ও ভারতীয় বংশোদ্ভুত নারী।
তবে কমলার মনোনয়কে একান্তভাবে অভিবাসীদের বিজয় হিসেবে দেখলে চলবে না বলে বিশেষজ্ঞরা মনে করেন। ওয়াশিংটন পোস্টে সানজিনা সাথিনা লিখেন, আমাদেরকে জনজীবনের সর্বোচ্চ পর্যায়ে আসীন দেখে যে আত্মতৃপ্তি সৃষ্টি হচ্ছে তা অন্যান্য বিষাক্ত ধারণা, যেমন জাতীয়তাবাদ (বিশেষ করে হিন্দু ভারতীয়দের মধ্যে), অনুপ্রবেশের জন্য দুয়ার খুলে যেতে পারে।
তিনি আরো লিখেন, ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের দহরম মহরমের কারণ হলো ধনাঢ্য ভারতীয়দের মন জয় করা। ধর্মপ্রাণ হিন্দু রিপাবলিকান তুলসি গ্যাবার্ডের মতো ডেমক্রেটরাও মোদি ও তার দলের সঙ্গে অন্তরঙ্গতা বাড়াচ্ছে, ফলে ভারতীয়দের বাহাবা পাচ্ছে।
ভারত-নেপাল আলোচনা। গত শনিবার ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করার সুযোগ গ্রহণ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার এই ফোনকে সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে টানাপোড়ন তৈরি হয়েছে তাকে দূর করার চেষ্টা বলে মনে করা হচ্ছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায় যে দুই পক্ষ তাদের অর্থবহ দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে চায়।
নতুন খেলা
খেলার নাম ‘গান্ধী’। নতুন এক খেলার নাম গান্ধী, যেখানে খেলোয়াড়রা প্রতিযোগিতায় লিপ্ত চারটি পক্ষের একটিকে নিয়ন্ত্রণ করে। কংগ্রেস ও মুসলিম লিগ পক্ষের খেলোয়াড়রা অহিংস প্রতিবাদের মধ্যেই সীমিত। অন্যদিকে রাজ ও বিপ্লবীরা ইচ্ছে মতো যেকোন শক্তি প্রয়োগ করতে পারে।
‘গান্ধী’কে যদিও অহিংস স্বাধীনতা আন্দোলন হিসেবে দেখানো হয়েছে কিন্তু এটা একান্তভাবেই একটি যুদ্ধখেলা।
আজ এ পর্যন্তই।