আমরা লাইভে English বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

নামাল রাজাপাকসের বিরুদ্ধে ৭ কোটি রুপি আত্মসাতের অভিযোগ

maldf

কৃষ কোম্পানি থেকে ৭ কোটি রুপি আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসের বিরুদ্ধে তদন্ত করছে শ্রীলঙ্কার সিআইডি। নামাল রাজাপাকসে একই সঙ্গে হাম্বানতোতা ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত এমপি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সিআইডি পরামর্শ চেয়েছে এটর্নি জেনারেলের। বুধবার আদালতকে এ বিষয়ে অবহিত করেছে তারা। সে অনুযায়ী, এ ঘটনার মামলা আগামী ২১শে সেপ্টেম্বর শুনানির দিন ধার্য্য করেছেন কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামেজ। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়েছে, শ্রীলঙ্কায় রাগবি উন্নয়নের জন্য ভারতীয় রিয়েল এস্টেট কোম্পানি কৃষ লঙ্কা প্রাইভেট লিমিটেড অনুমোদন দিয়েছিল ৭ কোটি রুপি। সেই অর্থ নামাল রাজাপাকসে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আছে। এ নিয়ে বুধবার আদালতে মামলার কার্যক্রমের সময় সেখানে উপস্থিত ছিলেন এমপি নামাল রাজাপাকসে।

প্রসিকিউশন থেকে অভিযোগ করা হয়েছে যে, কৃষ লঙ্কা প্রাইভেট অনুমোদিত ৭ কোটি রুপি দেয়া হয়েছিল সিলন প্রিমিয়াম স্পোর্টসের প্রেসিডেন্ট নিহাল হেমাসিরি পেরেরা’কে। কিন্তু সিআইডির প্রাথমিক তদন্তে দেখা গেছে, কৃষ কোম্পানি ওই অর্থ এইচএসবিসি ব্যাংকের একটি একাউন্টে স্থানান্তর করে

এই একাউন্টের মালিক নিমাল হেমাসিরি পেরেরা। পরে তিনি ওই অর্থ দুটি আলাদা সময়ে দিয়েছেন নিমাল রাজাপাকসেকে। এ অভিযোগ এনেছেন সাবেক পার্লামেন্টারিয়ান ওয়াসান্থা সামারাসিংহে। তিনি বলেছেন, কৃষ কোম্পানির দেয়া এই অর্থ প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার না করে তা আত্মসাৎ করা হয়েছে।