আমরা লাইভে English বুধবার, মার্চ ২২, ২০২৩

শ্রীলঙ্কায় নতুন ৯ মন্ত্রী নিয়োগ

Dzfgxhcjvk

শ্রীলঙ্কায় মন্ত্রীপরিষদে আরও ৯ সদস্য নিয়োগ করেছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। আজ শুক্রবার তিনি ওইসব সদস্যকে শপথবাক্য পাঠন করান। এক্ষেত্রে তিনি বন্দর, নৌ ও বেসামরিক সেবা বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন নিমাল সিরিপালা ডি সিলভাকে। শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সুশিল প্রেমাজায়ান্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কেহেলিয়া রামবুকওয়েলা। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয় আইন, কারাগার ও সংবিধান সংশোধন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বীজেয়াদাসা রাজাপাকসে।

পর্যটন ও ভূমি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হারিন ফার্নান্দো। প্লান্টেশন ইন্ডাস্ট্রিজ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রমেশ পাথিরানা। শ্রম এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী হয়েছেন মানুশা নানায়েক্কারা। ট্রেড, কমার্স ও খাদ্য নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন নলিন ফার্নান্দো

অন্যদিকে জননিরাপত্তার দায়িত্ব পেয়েছেন তিরান অ্যালেস।