আমরা লাইভে English শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

ছয় মাসের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৫০০ কোটি ডলার: রনিল বিক্রমাসিংহে

Q6GR4QNTBNPF7DKJRAR25BPZTA-e9851ca607925f3ba1d5b32c0db20221

শ্রীলঙ্কায় আগামী ছয় মাস মৌলিক জীবনমান নিশ্চিত করতে ৫০০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার তিনি একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সাত দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। ওষুধ, জ্বালানি ও সারের মতো জরুরি পণ্য আমদানি করার মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই দেশটির। এতে করে মুদ্রার দরপতন, নিত্যপণ্য ঘাটতি এবং গণবিক্ষোভের জন্ম দিয়েছে। রাজপথে বিক্ষোভকারীরা সরকারের পরিবর্তনের ডাক দিচ্ছেন।

মঙ্গলবার লঙ্কান পার্লামেন্টে রনিল বিক্রমাসিংহে জানান, সংকট কাটিয়ে উঠতে এই বছর জ্বালানি আমদানিতে ৩৩০ কোটি ডলার, খাদ্য আমদানির জন্য ৯০ কোটি ডলার, রান্নার গ্যাস আমদানির জন্য ২৫ কোটি ডলার এবং সার আমদানিতে ৬০ কোটি ডলার প্রয়োজন।

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ৩.৫ শতাংশ সংকুচিত হতে পারে। তবে তিনি আশাবাদী কঠোর সংস্কার প্যাকেজ, ঋণ পুনর্গঠন ও আন্তর্জাতিক সমর্থণে অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

লঙ্কান প্রধানমন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যথেষ্ট নয়, আমাদের পুরো অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। ২০২৩ সালের মধ্যে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হবে।

দ্বীপ রাষ্ট্রটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৩০০ কোটি ডলার মূল্যের ঋণ প্যাকেজ পাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে চীন, ভারত ও জাপানের কাছেও সহযোগিতা চেয়েছে দেশটি।

মঙ্গলবার ভারতের এক্সিম ব্যাংকের কাছ থেকে ৫৫ মিলিয়ন ডলার ক্রেডিট লাইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই অর্থ দেড় রাখ টন ইউরিয়া আমদানিতে ব্যবহার করা হবে।

বিক্রমাসিংহে জানিয়েছেন, বুধবার বিশ্বজুড়ে শ্রীলঙ্কার জন্য আহ্বান জানাতে পারে জাতিসংঘ। সংস্থাটি খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতে ৪৮ মিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।