আমরা লাইভে English বুধবার, মার্চ ২৯, ২০২৩

নির্বাচনে লড়বেন না লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসে

ezgif-4-f4e81d3f4a-ae489c16aea14951ed92eaa4a1e9d569

কয়েক দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। সরকারবিরোধী বিক্ষোভকারীরা এই সংকটের জন্য রাজপাকসে পরিবারকে দায়ী করছে।

সোমবার কলম্বোতে সরকারি বাসভবনে এক সাক্ষাৎকারে গোটাবায়া বলেন, আমি পাঁচ বছরের ম্যান্ডেট পেয়েছি। আমি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।

মধ্য মার্চ থেকে লঙ্কান প্রেসিডেন্টের বাসভবন ঘিরে হাজারো বিক্ষোভকারী অবস্থান নিয়েছে। এই বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা গোটাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন রনিল বিক্রমাসিংহে।