আমরা লাইভে English মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

ফ্রিল্যান্স ওয়ালেট: অর্থ লেনদেনের নবতম মাধ্যম

পাকিস্তানের রয়েছে একটি বিশাল ফ্রিল্যান্স মার্কেট। এখানে সংখ্যাগরিষ্ঠ তরুণ তাদের দক্ষতা ঝালাই করার সময় অর্থ উপার্জন করে থাকে। কল সেন্টার, সফটওয়্যার হাউস, প্রযুক্তিগত কোম্পানি ইত্যাদির প্রবৃদ্ধির কারণে পাকিস্তান আসলে বিশ্বে চতুর্থ বৃহত্তম ফ্রিল্যান্স দুনিয়া। এখানে ফ্রিল্যান্সারের সংখ্যাও বিপুল।

এসব ফ্রিল্যান্সার সাধারণত অ্যাসাইনমেন্টভিত্তিক কাজ করে। ক্রেতারা তাদের চাহিদার কথা জানায় এবং পণ্য অনুযায়ী পারিশ্রমিক দেয়। দেশের মধ্যে কোনো কাজ করলে ফ্রিল্যান্সাররা সহজেই ব্যাংকের মাধ্যমে তাদের পাওনা বুঝে নিতে পারে। কিন্তু বিদেশে কাজ করলে তাদেরকে অর্থ প্রাপ্তি নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। বিদেশের কাস্টমারেরা সাধারণত পেপ্যালের মাধ্যমে অর্থ পরিশোধ করতে চায়। কিন্তু এটি পাকিস্তানে নেই।

পাকিস্তানের বাজারে এই ঘাটতি দূর করতে জেএস ব্যাংক ‘ফ্রিল্যান্স ওয়ালেট’ প্রবর্তন করেছে। এটি লেনদেনের বৈশ্বিক নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। ফলে ফ্রিল্যান্সাররা তাদের সেলফোনের মাধ্যমে ৪০টিরও বেশি দেশ থেকে অর্থ গ্রহণ করতে পারবে। এই সুবিধাটি চালু করা হয়েছে পেসেন্ড-এর সহযোগিতায়। এটি একটি আন্তর্জাতিক অর্থ হস্তান্তর সার্ভিস। এটি স্টেট ব্যাংক অব পাকিস্তানের তদারকিতে হোম রেমিট্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়।

আন্তর্জাতিকভাবে অর্থ লেনদেন হয় সাধারণত দুটি প্রধান রুটে। একটি হলো আপনি আপনার ব্যাংকের মাধ্যমে কাজটি করতে পারেন। তবে ব্যাংক এরজন্য বেশ বড় অংশের চার্জ দাবি করে। তারা প্রতিযোগিতামূলক বিনিময় হারও দেয় না। তবে এর একটি ইতিবাচক দিক হলো, তারা সাথে সাথেই নগদ অর্থ পরিশোধ করে থাকে। 

দ্বিতীয় পদ্ধতিটি হলো বিশেষায়িত অর্থ লেনদেন কোম্পানিগুলোর মাধ্যমে অন্য কোনো দেশের সাথে লেনদেন করা। এতে অবশ্য সময় লাগে। তবে কাজটি করা যায় বেশ কম খরচে। তবে এগুলোর কোনোটিই পেপ্যালের মতো সহজ নয়। পেপ্যালের সাহায্যে খুব সহজে অনলাইনে অর্থ হস্তান্তর করা যায়। অবশ্য ‘ফ্রিল্যান্স ওয়ালেট’ এখন পাকিস্তানে এই ব্যবধান দূর করতে পারবে।

ফ্রিল্যান্স ওয়ালেটের মাধ্যমে তহবিল সরাসরি গ্রাহকের এসএমএস যোগে মোবাইল নম্বরে হস্তান্তর করা হবে। তহবিল প্রাপ্তির পর এই অর্থ শাখাহীন কোনো ব্যাংকিং এজেন্টের কাছ থেকে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তোলা যাবে। কাজটি হতে পারে জেএস ব্যাংকের শাখাগুলো বা এটিএম কার্ডের মাধ্যমেও তা করা যাবে।

ফ্রি ওয়ালেট-এর মাধ্যমে তহবিল হস্তান্তর নিরাপত্তার নিশ্চয়তা দেয়। থাকে স্বচ্ছতাও। তাই ফ্রিল্যান্সাররা তাদের মোবাইল নম্বরে নতুন কাগজবিহীন একাউন্ট খুলতে পারেন। এ জন্য তাদেরকে নিকটস্থ জেক্যাশ এজেন্ডের কাছে যেতে হবে, বায়োমেট্রিক যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জেএস ব্যাংকের কাউন্ট্রি প্রধান (ব্রান্সলেস ব্যাংকিং ও ডিজিটাল বাস্তবায়ন শাখা) নরম্যান আজহার বলেন, স্টেট ব্যাংকের কৌশলের আলোকে আমরা কাজ করছি। আমরা বেশ আগ্রাসীভাবেই কাজ করছি আন্তর্জাতিক রেমিটেন্স স্পেসে। এটা একটি গেম চেঞ্জিং উদ্যোগ, এটি মার্কেট লিডার হিসেবে আমাদের অবস্থান মজবুত করবে।