আমরা লাইভে English বুধবার, জুন ০৭, ২০২৩

নতুন ইউরোপীয় সংস্থা গঠনের পরামর্শ ম্যাক্রোঁর

1000-41-ef9396fcabdca244725faf83b86c0113

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একটি নতুন ধরনের ‘ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়’ গড়ে তোলার পক্ষে। যেখানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বাইরে থাকা ইউক্রেন ও ব্রিটেনের মতো দেশ ‘ইউরোপীয় মূল মূল্যবোধে’ যুক্ত হতে পারবে। সোমবার তিনি এই অবস্থানের কথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

স্ট্রসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ম্যাক্রোঁ জানান, ইইউ-তে ইউক্রেনের যোগদানের ইচ্ছা পূরণ হতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে। এই কারণে স্বল্প-মেয়াদে তাদের সামনে কিছু আশাবাদ রাখতে হবে।

ম্যাক্রোঁ বলেন, লড়াই ও সাহস দিয়ে আমাদের ইউরোপ, পরিবার ও ইউনিয়নের আন্তর্জাতিক সদস্যে পরিণত হয়েছে ইউক্রেন। এমনকি আমরা যদি তাদের আগামীকাল প্রার্থী সদস্য করে নেই তবু পূর্ণ সদস্য হতে অনেক বছর লাগবে, হয়ত কয়েক দশক।

তাই ফরাসি প্রেসিডেন্টের পরামর্শ হলো, ইইউ’র সদস্য হতে আগ্রহীদের যোগদান দ্রুত করতে কঠোর মান কমিয়ে আনার বদলে একটি সমান্তরাল সংস্থা গঠন করা। যাতে ইইউ সদস্য হতে আগ্রহী দেশগুলো যুক্ত হতে পারে।

তিনি জানান, ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় হবে ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর জন্য উন্মুক্ত। এতে যোগদানের পূর্ব শর্ত ভবিষ্যতে ইইউ সদস্যদ হবে না। এমনকি যারা ইইউ ত্যাগ করেছেন তাদের জন্যও উন্মুক্ত থাকবে।