আমরা লাইভে English মঙ্গলবার, জুন ০৬, ২০২৩

পুতিনের সঙ্গে ‘শর্তহীন’ আলোচনায় প্রস্তুত জেলেনস্কি

putin-zele-b3e7e1f3ec485f0216871fdae6b8db04

ক্রমবর্ধমান সংকট নিরসনে ‘শর্তহীন’ আলোচনায় বসতে আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইতালীর এক সম্প্রচার মাধ্যমকে বলেন, আমি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, শুধু তার সঙ্গেই, কোনও মধ্যস্থতাকারী ও শর্ত ছাড়া।

সম্প্রচার মাধ্যমটিকে আরও বলেন, প্রতিদিন ছোট ছোট শহরগুলো দখলমুক্ত করা হচ্ছে। সেখানে রুশ সামরিক বাহিনীর হয়রানি, নির্যাতন ও হত্যাযজ্ঞের চিহ্ন দেখতে পাচ্ছি। এসব কারণে শান্তি আলোচনার সম্ভাবনা আরও জটিল হয়ে যায়।

এ নিয়ে একাধিকবার পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনার আগ্রহের কথা জানালেন জেলেনস্কি। নতুন করে আলোচনার প্রস্তাব নিয়ে মস্কো থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বেলারুশ ও তুরস্কে আলোচনা হলেও কোনও সমাধানে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ।